জবি প্রতিনিধি:
অন্তবর্তীকালীন সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ শুক্রবার মেগা ফিস্ট আয়োজিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের অনেকেই তাদের নিজস্ব প্রোফাইলে এ নিয়ে পোস্ট দেন।
বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে মেগা ফিস্ট রেজিস্ট্রেশন এর ব্যবস্থা করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়। রেজিস্ট্রেশন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। মেগা ফিস্টের খাবার আইটেমে থাকছে গরুর ও খাসির তেহারি ।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গণে মেগা ফিস্ট রেজিস্ট্রেশন এর ব্যবস্থা করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রাখা হয়। রেজিস্ট্রেশন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। মেগা ফিস্টের খাবার আইটেমে থাকছে গরুর ও খাসির তেহারি।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার এই সংগঠনকে ব্যবহার করে আমাদের ক্যাম্পাসগুলোকে টর্চার সেলে পরিণত করেছিল। তাদের অত্যাচারে বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলো। ছাত্রলীগ চিরতরে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের নিষ্ঠুরতার পুরোপুরি অবসান ঘটেছে। এ আনন্দে শিক্ষার্থীরা ক্যাম্পাসে খাওয়া-দাওয়ার আয়োজন করেছে৷
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আবু বকর খান বলেন, সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে আমারা মেগা ফিস্টের আয়োজন করছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাবেক যারা আছে তারা টাকা দিয়ে এই আয়োজন করেছি। আয়োজনে মুসলিমদের জন্য খাবার হিসেবে গরুর তেহারি আর হিন্দুদের জন্য খাসির তেহারি থাকছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।