হলি সিয়াম শ্রাবণ: ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার সন্ধায় “প্রত্যাশার আলো” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে হিজফুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হজরত মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও হযরত মাওলানা মুফতি আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন, “প্রত্যাশার আলো” সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল মালেক মাস্টার, সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন সোহেল, সংগঠনের উপদেষ্টামন্ডলী সদস্য প্রভাষক মিজানুর রহমান, সাবেক মেম্বার মো. খায়রুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম, মো. রেজাউল ইসলাম আকন্দ, মো. আব্দুল মজিদ, হযরত মাওলানা মো. আতহার আলী প্রমুখ।
তাছাড়াও বিচারক মন্ডলী হিসেবে ছিলেন মুফতি হযরত মাওলানা আব্দুল হক, মুফতি হযরত মাওলানা যীনাত হুসাইন, হযরত মাওলানা আতহার আলী।
তাছাড়াও বাদ এশা এসলাহী আলোচনা করেন, মুফতি শরীফুল ইসলাম সাহেব, মুফতি খায়রুল ইসলাম সাহেব, মুফতি আতাউর রহমান।
নির্ধারিত ৭ টি মাদ্রাসার পূর্বনির্ধারিত ১৫ জন প্রতিযোগির মাঝে ১ম স্থান অধিকার করেন মো: আরিফুল ইসলাম, আল মদিনা আলহজ ফজর আলী মাদ্রাসা। ২য় স্থান অধিকার করেন, মো: সানাউল্লাহ, আল মদিনা আলহজ ফজর আলী মাদ্রাসা। ৩য় স্থান অধিকার করেন, মুহাম্মদ মুবারক হুসাইন, চকবাড়ি বাইতুল জব্বার মাদ্রাসা।
অনুষ্ঠান শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সংগঠনের প্রধান উপদেষ্টা, অনুষ্ঠানের সভাপতি ও বিচারক মন্ডলী বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
টিএমবি/এইচ