ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিগত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে ও গত ৫ আগস্ট’২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্নক ও উস্কানিমূলক কর্মকান্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সাথে জড়িত থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করেছে।
তাই সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এর নেতৃত্বে আজ ২৪ আগস্ট’২৪ রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের বিভিন্ন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সিনি: সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রূপক খান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।