দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কামাল সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রন ও কাজ না করে সরকারি অর্থ লোপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবীতে,দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার আয়োজনে শহরের চৌমোহনা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে।

দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার-এর সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তারা বলেন মৌলভীবাজার গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ তার সিন্ডিকেট-এর সাথে জড়িতদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সরকারী কোটি কোটি টাকা লোপাটকারীদের শুধু বদলি নয়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করার দাবী জানান। বক্তারা আরো বলেন- সিন্ডিকেট চক্র একজোটবদ্ধ হয়ে লোপাট করেছে-২০২০-২০২১ ও ২০২৩-২০২৪ইং, অর্থ বছরের সংস্কার/মেরামত ও আধুনিকায়ন কাজের বরাদ্ধকৃত সরকারের কোটি কোটি টাকা।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ঠিকাদারদের সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ক্ষমতার দাপটে দীর্ঘবছর যাবৎ একই কর্মস্থলে কাজ করেছেন। স্বৈরাচার সরকারের পতনের পর তার খোলস পাল্টে বিএনপি‘র সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে সক্রিয় হচ্ছেন।

বিগত দুই বছরে মৌলভীবাজার গণপূর্ত বিভাগ থেকে রাজনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, শেরপুর হাইওয়ে আউটপোস্ট, বড়লেখা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জুড়ী থানা ভবন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের জেলা কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, মণিপুরী ললিতকলা একাডেমি, জুড়ী ফায়ার সার্ভিস, জুড়ী ভূমি অফিস, কমলগঞ্জ ভূমি অফিস, মৌলভীবাজার জেলা মডেল মসজিদ ও বিভিন্ন বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ হয়।

এসব প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় শত কোটি টাকা। মৌলভীবাজার পুলিশ লাইনস-এর রিজার্ভ অফিস সংস্কার/ মেরামত ও আধুনিকায়ন কাজের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে অর্থ বরাদ্দ করা হয়। সেখানে বিল্ডিং এর চাদের জল চাদ ঢালাই না করে ১১ লাখ টাকা উত্তোলন করেন। পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে মৌলভীবাজার পুলিশ সুপার-এর বাংলোয় ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কার/ মেরামত কাজের ১০ লাখ টাকা কোন কাজ না করেই উত্তোলন করেন। পুলিশ সুপার-এর বাংলোয়- সংস্কার/ মেরামত কাজ না করে বিল উত্তোলন।

পুলিশ লাইনস-এর চলমান কাজে সমাপ্তি দেখিয়ে বিল উত্তোলন করেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, বক্ষবিধি হাসপাতাল, জেলা প্রশাসক অফিস ও নাসিং ইনষ্টিটিউটি সংস্কার/ মেরামত কাজ একই ভাবে অনিয়ম ও দুর্ণীতির আশ্রয় নিয়েছেন। দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী -এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও নাট্যকার আ.স.ম সালেহ সোহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম,

সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সহসভাপতি এম.খসরুজ্জামান চৌধুরী,বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক মাও: লুৎফুর রহমান কামালী,এস.এম সোসিয়াল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন,সংগঠনের সহ-সভাপতি শেখ ফয়েজ আলী,সাংবাদিক তিমির বনিক, মোনায়েম খান, আব্দুল বাছিত খান,আব্দুল মুকিদ ইমরাজ, গৌবিন্দ মল্লিক, জাহেদুল ইসলাম পাপ্পু,বুলবুল খাঁন,দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান,শেখ সুহেল হাকিম, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম জেলা শাখার সভাপতি আবু তালেব চৌধুরী,সাংগঠনিক সম্পাদক প্রমিত দত্ত, স্কুল বিষয়ক সম্পাদক জয় দেব, সাংস্কৃতিক সম্পাদক শাওন ইসলাম ও চম্পক কর প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version