নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধপন্থায় নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সড়কে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘সহকারী প্রধানের অবৈধ নিয়োগ বাতিল কর, করতে হবে’, ‘ঘুষ বাণিজ্য বন্ধ করো, বৈষম্যহীন সমাজ গড়’, ‘ফ্যাসিষ্ট হাসিনার দোসররা সাবধান’, ‘ঘুষ দুর্নীতি চলবে না, চলবে না’, ‘নিয়োগ ব্যবস্থা স্বচ্ছ কর, করতে হবে’, ‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নকারীদের বিচার চাই’, ‘ঘুষের সাথে জড়িতদের বিচার চাই, বিচার চাই’, ‘আর্থিক কেলেঙ্কারিদের শাস্তি চাই’ লেখা সংবলিত ফেস্টুন নিয়ে প্রাক্তণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য আব্দুল হক ও মাহতাব উদ্দিন মাহতাব, প্রাক্তণ শিক্ষার্থী নবীন হাওলাদার, হাবিবুর রহমান ও কামরুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা অবৈধপন্থায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের নিয়োগ বাতিল করে ওই পদে পুনরায় স্বচ্ছ নিয়োগ দাবি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি আতিকুর রহমান আতিক ঘুষ দুর্নীতির মাধ্যমে সহকারী প্রধান শিক্ষকসহ অবৈধ অদক্ষ শিক্ষকদের নিয়োগ বাতিলের আহবান জানান বক্তারা।
এ বিষয়ে লেংগুরা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের বক্তব্যের জন্য মুঠোফোনে অনেকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিধি মোতাবেক স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।