নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের অজহর রোড এলাকায় ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খানা খান মিল্কি (৩৫) সহ দুজন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুইটি মোটরসাইকেল।
আটককৃতরা হলো- নিউটাউন এলাকার মৃত সামসুদ্দিন খান মিল্কির ছেলে জুনু খান মিল্কি এবং অরেকজন বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাক চালক মো. হোসেন আলী বলেন, রাজশাহী থেকে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোনা পৌরশহরের অজহর রোড এলাকায় ভোর বেলায় পৌঁছায়। এসময় দুটি মোটর সাইকেল করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করেন। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানায়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়ের প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।