ববি প্রতিনিধি: তামজিদ
আজ ২১ই অক্টোবর বাদ যোহর পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইন্তিফাদা মঞ্চের উদ্যোগে এই জানাজার আয়োজন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ও ইন্তিফাদা মঞ্চের সদস্য গণ।
উল্লেখ্য যে, ইয়াহিইয়া সিনওয়ার ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান। গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আগের দিন বুধবার গাজার দক্ষিণাঞ্চলের রাফায় নিয়মিত অভিযান চালানোর সময় হামাস যোদ্ধাদের সঙ্গে তাদের গোলাগুলি হয়। এ সময় নিহত হন হামাসপ্রধান সিনওয়ার।পরে আঙুলের ছাপসহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, সিনওয়ার নিহত হয়েছেন। অবাক করা বিষয় হলো, অভিযানের সময়ও ইসরায়েলি সেনারা জানতেন না, সেখানে সিনওয়ার রয়েছেন; যদিও সিনওয়ার ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি ছিলেন।