তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা “জিয়া মঞ্চ” আহ্বায়ক কমিটি গঠিত হয়। জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল সাক্ষরিত শনিবার (১৯শে অক্টোবর) দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন করেন।
মোঃ ইলিয়াস কবির শাহীনকে আহ্বায়ক ও ছাব্বীর রহমানকে সদস্য সচিব করে ২১জন যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান (ভিপি) মিজান ও মৌলভীবাজার জেলা জিয়া মঞ্চের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব, মোঃ মোনাহিম কবির এর প্রতি কৃতজ্ঞতা ও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।