চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
দেশে গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে গত এক যুগের বেশি সময় ধরে জেল-জুলুমসহ নানারকম নিপীড়নের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এতে মারাত্মক ব্যাহত হয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রম। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার দল গোছানোয় মনোযোগী বিএনপি। তাই দলকে চাঙা করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামছে দলটা।
দলকে সুসংগঠিত ও নির্বাচন ইস্যুতে হাইকমান্ডের বার্তা তৃণমূলে পৌঁছে দেয়াই বিএনপির মূল্য লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধোবড়া বাজার স্কুল মাঠে শনিবার বিকালে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক আব্দুল্লহ ফাকির, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সহরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ডালিম,১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনী আমিন নবীন, সদস্য সচিব পলাশ মাহমুদ,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রাকিব,স্বেচ্ছাসেবক দল সবার শরিফুল ইসলাম ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদ রাকিবসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।