মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
সারা দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক।
এসময় উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল,কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব,সিএনএন বাংলা টিভি ও দৈনিক দিনকালের কটিয়াদী প্রতিনিধি মাইনুল হক মেনু ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ঝর্না বেগম,২ নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান,৪নং ওয়ার্ড মেম্বার আবু বাক্কার ছিদ্দিক বাচ্চু,৭নং ওয়ার্ড মেম্বার উসমান গনি,বিএমএফ টিভি ও দৈনিক ভোরের আকাশ এর কটিয়াদী প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিকসহ ইউনিয়ন পরিষদের সকল কর্মচারীবৃন্দ ও সকল ওয়ার্ডের জনগন।
চেয়ারম্যান মোঃ রফিকুল আলম রফিক বলেন,‘নিম্ন আয়ের মানুষদের কমদামে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করছে সরকার। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে। যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন তাদের কথা বিবেচনা করে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।