জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এবারের ইজতেমায় ইন্দোনেশিয়া হতে দুটি দল ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫টি দল এসেছে। এছাড়া নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
বুধবার (১৬ অক্টোবর) শহরের মহিষখোলা বালুর মাঠে মাগরিবের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী ১৯ অক্টোবর তারিখে শেষ হবে।
তাবলীগ জামায়াতের নড়াইল জেলা জিম্মাদার অ্যাডভোকেট সৈয়দ আকিকুর রহমান জানান, মুসল্লিদের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে জেলার বিভিন্ন হাজার হাজার মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইজতেমায় তাবলীগ জামায়াতের স্বনামধন্য আলেমগন আলোচনা পেশা করবেন। বুধবার থেকে শুরু হওয়া ইজতেমা আগামী ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বলে জানা গেছে।