রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবা প্রদান নিশ্চিত করার লক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) সহযোগিতায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, এসআই সেকেন্দার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ক্রিয়া প্রকল্পের ফ্যাসিলিটেটর সুলতানা বাহার প্রমুখ।
সভায় তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সেবা প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণের প্রতি গুরুত্ত্বারোপ করা হয়। সেই সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে অসহায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগণকে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের লক্ষে তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিস্তারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।