উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সভায় উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আবুল কায়সার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীলুফার হাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা খাবারের আগে সময় নিয়ে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, হাত থেকে নানা ধরনের জীবানু শরীরের ভেতরে প্রবেশ করে। এতে একজন ব্যাক্তি নানা রোগে আক্রান্ত হন। চিকিৎসকের কাছে দৌড়াতে হয়। হাসপাতালে ভর্তি হতে হয়। নানা ভোগান্তি পোহাতে হয়। যদি সর্বদা হাত পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে নানা রোগ এড়ানো সম্ভব।