মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটার বরগুনা প্রতিনিধি :
ইলিশের উৎপাদন বাড়াতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে টহল জোরদার করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।
আইনশৃঙ্খলারক্ষা বাহিনী ও মৎস্য বিভাগের কঠোর নজরদারির মধ্যেই মা ইলিশ সংরক্ষণে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। মৌসুম সফল করতে রোববার (১৩ অক্টোবর) ভোর থেকে স্পিডবোট নিয়ে চষে বেড়ায় প্রশাসন।
অভিযানের দ্বিতীয় দিন জাল-জেলে শূন্য ছিল পাথরঘাটার বিষখালী নদী। মাছঘাটগুলোতেও নীরবতা। উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এ সময় শুধু ইলিশ আহরণই নয়, ক্রয়, বিক্রয়, মজুত ও পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে।
জেলেরা বলছেন, মা ইলিশ রক্ষায় তারা এ নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করবেন। নৌকা-জাল সব তুলে রাখা শেষ। এ ২২ দিন তারা মাছ শিকারে যাচ্ছেন না। তবে সরকারের কাছে দাবি, তাদের যাতে চাল-ডাল দেয়া হয়।
অভিযান সফল করতে নির্বিঘ্নে কাজ করছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ।
কাকচিড়া নৌ পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ,এইচ,এম লুৎফুল কবীর বলেন, তাদের ০৯ জন অফিসার ও ফোর্স মোতায়েন আছে। এ ২২ দিন এসব ফোর্স বিভিন্ন পয়েন্টে নিয়মিত অভিযান চলবে।
এদিকে, নিষেধাজ্ঞা চলাকালে শত শত জেলে কর্মহীন হয়ে পড়ায় সরকারি সহায়তা ঠিকমতো পাওয়ার দাবি তাদের।