ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে স্পোকেন ইংলিশ ও ক্যারিয়ার ডেভলপমেন্ট শীর্ষক সেমিনার এবং বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ই অক্টোবর) সকাল ১০ টায় চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে কিছু করো ফাউন্ডেশন ও অর্গানিক ভিলেজ বাংলার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে কিছু করো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ তৌকিদ সাব্বির এর পরিচালনায় এসময় গেস্ট টিচার হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তসলিমা হোসাইন। সেমিনারে চরফ্যাশনের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে ইংলিশে কিভাবে কথা বলতে হয়। ইংলিশের শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করা হয় এবং কিভাবে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।
পরিশেষে বৃক্ষরোপণ অভিযান ২০২৪ এর ব্যানারে র্যালী বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন,চরফাশন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল,কিছু করো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ তৌকিদ সাব্বির,কার্যনির্বাহী সদস্য নয়ন।