মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিন্টু মন্ডল (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাটখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি জানান, উপজেলা পশ্চিম উচনা সীমান্তের ২৮১/২০ এস পিলারের সন্নিকট দিয়ে একজন ভারতীয়ভ নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটখোলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবদার সাইদুল বারীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে অবৈধ মানব পারাপারের সাথে জড়িত এবং এ
সংক্রান্ত অপরাধে বিভিন্ন৷ ভাবে সহযোগিতা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করে।
পরে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।