মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
সপ্তমি পূজার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গাপূজা’। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু উপজেলার চাড়িয়া মহামায়া সার্বজনীন দূর্গা মন্দির, বাখরপুর সার্বজনীন দূর্গা মন্দির (পালপাড়া), আটপাড়া সদর কালীবাড়ি সার্বজনীন দূর্গা মন্দির (আটপাড়া), আটপাড়া সদর সার্বজনীন দূর্গা মন্দির (আটপাড়া) , অনুকূল চন্দ্র দেবনাথ এর বাড়ির দুর্গা মন্দির (আটপাড়া)
পরিদর্শন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আমির খসরু স্বপন, ৪নং বানিয়াজান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির তালুকদার, ৩নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসাইন রফিক, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচীব ফজলুল করিম আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান উজ্জ্বল আনিসুর রহমান তালুকদার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার, যুবদলের সদস্য সচীব নূর ফরিদ খান সহ আরো অনেকে। তারা বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী বলাই, উজ্জ্বল চক্রবর্তী দিলু,শোভন পাল লিটন,মন্টু কুমার পাল,অজিত পাল,বাদল দত্ত,হীরক দত্ত সহ আরো অনেকে