আরিফুল ইসলাম রনক, নওগাঁ:
নওগাঁ জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জনাব শাহ আহমদ ফজলে রাব্বী, উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের সেবাশ্রম সংঘ পূজা মন্দির, কালেক্টরেট পূজা মন্ডপ, রী শ্রী শ্রী আন্দময়ী কালীমাতা পূজা মন্দিরসহ নওগাঁর বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রতিটি মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি বলেন, এবার ০২ দিন আগে থেকেই পূজার নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহবান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ১৯ আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক, জনাব বিকাশ চন্দ্র এবং নওগাঁ জেলার জেলা কমান্ড্যান্ট।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৬৬৬ মন্ডপের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ লক্ষ ১২ হাজার ১৯২ জন সদস্যকে মোতায়েন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ৮ টি জেলায় প্রায় ২২ হাজার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন রয়েছে। এছাড়া আনসার ব্যাটালিয়ন এর স্ট্রাইকিং টীম সার্বক্ষণিক টহলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছেন।