রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে গেছে।সাত দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. মোখলেছার রহমান (৫০)।
মোখলেছার রহমান নীলফামারীর ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রী দুজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত।
সরেজমিন দেখা গেছে, টিনশেড ঘরের মাটির বারান্দায় বসে আছেন মোখলেছার ও তাঁর স্ত্রী অজিফা। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ। কথা বলতে গিয়ে চোখের জলে বুক ভিজিয়ে ফেলেন।
এনজিও থেকে থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেছিলেন মোখলেছার রহমান। গত ২৫ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ টায় দিকে ডাঙ্গারহাটের কেন্দ্রীয় মসজিদের সামনে ভ্যান রেখে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজ শেষ এসে দেখেন তার ভ্যান চুরি হয়ে গেছে।
এ সময় মোখলেছার জানান, তিনি মাত্র ৬ মাস আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে একটি ভ্যান কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে দুজনের সংসার চালিয়ে ঋণের কিস্তির টাকা দেন।
কান্নাজড়িত কণ্ঠে মোখলেছার স্ত্রী অজিফা খাতুন বলেন, ‘ওই ভ্যানই আমার সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনত। খাব কী? আর লোন (ঋণ) দেব কী করে।’
ডিমলা থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত(ওসি) ফজলে এলাহী বলেন,আমি একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।