নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। চারপাশে পানি থাকায় আজ মঙ্গলবার সকালে সড়কের পাশে তাকে দাফন করা হয়।
নিহত রুসমত খান ওই গ্রামের মৃত আক্তার খানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমীন।
জানা গেছে, ওইদিন দুপুরের দিকে বাড়ীর পাশে পুকুর পাড় দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ রুসমত। হঠাৎ পা পিছলে পুকুরে পানিতে তলিয়ে যান তিনি। এ ঘটনার পর বাড়ি থেকে কিছুটা দূরে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, পুকুর, ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে।
নিহতদের ভাতিজা আলাল খান বলেন, পাহাড়ি ঢলের পানির কারণে কোনদিকে পুকুরের পাড় বোঝার উপায় নাই। এই পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশেই পানি তাই সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি।