নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানবো না” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে কর্মরত সার্ভেয়াবৃন্দ অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন।
সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের নেত্রকোনা শাখার সার্ভেয়ারবৃন্দ।
এ সময় কেন্দুয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রেজাউল করিম ভূঞাঁ, কলমাকান্দার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কবির হোসেন ও ভূমি অফিসের সার্ভেয়ার কেশব লাল দেব তারা জানান, কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচীর অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ ধরণের কর্মসূচী পালন করে যাবেন।
তারা আরও জানান, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেড হতে ১০ম গ্রেড প্রদান এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীতকরণে তাদের এই যৌক্তিক দাবি পূরণে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছেন।
এ কর্মসূচীতে অংশগ্রহণকারী সার্ভেয়ারগণ হলেন- মো. জাহাঙ্গীর হোসেন, জসীম উদ্দীন, রেজাউল করিম, নাসির উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, লিটন মিয়া, জাবেদুল ইসলাম, মো. মাহিন উদ্দিন, আব্দুস সোবাহান, শফিকুল ইসলাম, রাকিব হাসান, মুক্ত বিশ্বাস বাবু প্রমুখ।
উল্লেখ্য, একই দাবিতে একই স্থানে নেত্রকোনায় কর্মরত সার্ভেররা গত ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিনদিন অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। এরআগে গত ১১ সেপ্টেম্বর একই দাবিতে সার্ভেয়ারবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন।