দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নেত্রকোণা পৌর শহরের ৫৭টি পূঁজা মন্ডপে জোরেশোরে চলছে পূঁজা উদযাপনের প্রস্তুতি। শান্তিপ‚র্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে রবিবার দুপুরে নেত্রকোণা পৌরশহরের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ ১২টি মন্দিরে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

তিনি নেত্রকোণা সাতপাই কালিবাড়ি মন্দির, পালপাড়ায় দুর্গা মন্দির, সাতাই নদীর পাড় একতা সংঘ কালী মন্দির ও ছোট বাজার, বড় বাজার পূঁজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে নির্বিঘ্নে পূঁজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মতবিনিময় করেন। কালিবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবন ঘোষ, সাধারণ সম্পাদক লিটন কুমার পন্ডিত ও কালিবাড়ির প্রধান পুরোহিত অরুণ কুমার চক্রবর্তীসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তুলন, নেত্রকোনা সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান শিপন, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোণায় আমরা বিশৃঙ্খলা চাই না। জেলার সম্প্রীতি রক্ষায় বিএনপি যুবদল সব সময় প্রস্তুত রয়েছে। কারো ষড়যন্ত্রে আমাদের সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। বর্তমান সরকারও এ ব্যাপারে সচেষ্ট রয়েছেন। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমি তাৎক্ষণিক উপস্থিত হবো এবং আন্তরিকভাবে আপনাদের সাথে থেকে আপনাদের সেবায় নিয়োজিত হবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version