জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও রেগুলার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শাবরিনা শরমিন।
সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ছাত্রীহলের কমনরুমে শিক্ষার্থীদের সঙ্গে হওয়া এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি৷ এছাড়া মতবিনিময় সভায় হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় পঁচিশটি দাবি উত্থাপন করা হয়।
এসময় তিনি বলেন, ‘দাবি শব্দটি আমার পছন্দ হয়নি, কারণ এই সুবিধাগুলো তোমাদের স্বাভাবিকভাবেই পাওয়ার কথা ছিলো। ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও রেগুলার মনিটরিং, হলে প্রবেশের সময় ১০টায় নির্ধারণ এবং ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে একজন গার্ডকে রাত ১০ টা পর্যন্ত গেইটের বাইরে নিযুক্ত করা হবে।
হলের নাম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষর সহ নাম পরিবর্তনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বিবেচনা করতে পারেন।
এছাড়াও ছাত্রীহলের দ্রুতগতির ওয়াইফাই কানেকশন স্থাপন ও লিফ্টে ফ্যান ব্যবস্থার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি।