দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন- আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই। রাষ্ট্র গঠনে আমাদের পরিকল্পিত ভাবে কাজ করতে হবে। আমরা মনে করি, প্রসূতি মায়ের মান সম্মত সুষম খাদ্য নিশ্চিত করতে রাষ্ট্রের ভর্তুকি দেওয়া উচিত, যাতে মেধাবী শিশুর জন্ম হয়। তবেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে।

৪ অক্টোবর (শুক্রবার) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি শ্রমিক অধ্যুষিত গাজীপুর, আশুলিয়া ও সাভার সহ বিভিন্ন এলাকা অস্থির হয়ে উঠছে। আমরা পরিষ্কার করে বলি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদ লড়াই করেছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণধিকার পরিষদের এই লড়াই অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত গণধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ লড়াই করে যাবে।

৪৫ থেকে ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর। স্বৈরাচার ও তার দোসরা এই রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য ও বাংলাদেশের অর্থনীকে ধ্বংস করার পায়তারা করছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য পেয়েছি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। কাজেই শ্রমিক ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে কারো উস্কানিতে পা না দিয়ে মিল কলকারখানায় কোনো বিশৃঙ্খলা করবেন না। কোনো ধরনের আন্দোলন করে শিল্প কলকারখানা বন্ধ করবেন না। আপনাদের যদি কোনো দাবি থাকে, আপনারা ঢাকা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের কার্যালয়ে যোগাযোগ করবেন। দাবি আদায়ে রাজপথে থাকবো। আলোচনার মাধ্যমে সমাধানও করব।

আপনাদের ভুলে গেলে চলবে না দুই মাস হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান করে একটি ফ্যাসিস্ট শাসনের পদত্যাগ ঘটিয়েছে। ফ্যাসিস্টরা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে । তাই তাদের চক্রান্ত সম্পর্কে সচেতন থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য গার্মেন্টসসহ সব সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে।

দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকার থেকে মিছিল নিয়ে নেতা ও কর্মীরা সমাবেশ স্হলে আসতে শুরু করে। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে, অর্থ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদের সঞ্চালনায় জেলা মহানগর ও কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version