জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পাটাবুকা একতা যুব সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার পাটাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে পাটাবুকা একতা যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ, যুবদলের সদস্য সোহেল মন্ডল,সাবেক যুবদল নেতা প্রভাষক সামসুল হুদা দুলাল , পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান,স্হানীয় বিএনপি নেতা খলিলুর রহমান মন্ডল , ছাত্রদল নেতা হারুনুর রশিদ ডিপন প্রমুখ।
শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
