দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম।

এছাড়া আরও বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহরুল হক, ফুলছড়ি থানার তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম, কঞ্চিপাড়া ইউপি’র চেয়ারম্যান সোহেলা রানা শালু, উদাখালী ইউপি’র চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ, গজারিয়া ইউপি’র চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউপি’র চেয়ারম্যান আজাহারুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কালির বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি মিলন কুমার বর্মন, মদনের পাড়া গোপনাথ মন্দিরের সভাপতি আশু চন্দ্র বর্মন, গজারিয়া নবাবগঞ্জ বাজার মন্দিরের সভাপতি ননী গোপাল দাস সহ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাকআপ লাইট, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফায়ার সার্ভিস সুবিধা, যানজট নিরসনসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version