দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকের ৯ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের মুক্তির মোড়ে পিটিআই ইনিস্টিউটের সামনে বৈষম্য নিরোসনে প্রাথমিক শিক্ষক পরিসদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক আন্দোলনের সমন্বয়কগন – চক-আতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, দশপাইকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা সুমন, শেখের পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক, চকদোলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  আব্দুল হাকিম, খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেজবাউল হকসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার প্রায় তিনশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা।

এ সময় বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষা ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সূতিকাগার হিসেবে কাজ করেন। দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষকদের ভূমিকা সব থেকে বেশি। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। যেখানে ৮ম শ্রেণি পাশের একজন গাড়িচালক বেতন পায় ১২তম গ্রেডে। এ থেকে বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত।

এ সময় বক্তারা আরও বলেন, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। এ জন্য অনতিবিলম্বে তাদের ১০ম গ্রেডে উন্নীত করা দরকার। এ যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা।মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রসাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version