দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এবার সর্বমোট ১২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আসমা-উল হুসনা (ভূমি) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, হাইওয়ে থানা ওসি জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তুহিনুল হক, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্যাপ্টেন তানজীব সহ বকশীগঞ্জ উপজেলার প্রশাসনিক সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উপস্থিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ১২টি পূজা মন্ডপের সভাপতিবৃন্দ সহ সকলের তাদের নিজ নিজ বক্তব্যে নানাবিধ বিষয়ে আলোচনা করেন।

এই প্রেক্ষিতে উপস্থিত সভাপতি তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেকটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা আওতভুক্ত রাখতে হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দূর্গাপূজাকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুস্কৃতিকারীরা কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে বা গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও প্রতিটি মন্ডপে কেউ যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সবার সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ দুর্গাপূজা উৎসবে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পূর্জা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version