মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্ট (ফিড) প্রকল্পের সহযোগিতায় উপজেলায় তিন দিন ব্যাপী প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন মাঠে এই প্রযুক্তি মেলার সমাপনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম ।
উপ-সহকারি ইউনিয়ন কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ খামার বাড়ি অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ ইমরুল কায়েস,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ,কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ মোঃ আরিফ হোসেন সানি প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ তাদের বসতবাড়ির উৎপাদিত শাক-সবজি কৃষি পন্য সহ নানা কৃৃষি উপকারণ ও যন্ত্রপাতি স্টলে প্রদর্শন করেন। ১৩ টি স্টল এর মধ্য পুরস্কার বিতরণ করা হয়।এতে আর্দশ বসতবাড়ি স্থাপন ও কালিকাপুর মডেল সবজি চাষের জন্য ১ম স্থান,ভাসমান ব্রেডে সবজি,চারা উৎপাদন ও ফল চাষে যৌথভাবে ২য় স্থান এবং ক্রিপার ও ননক্রিপার সবজি উৎপাদন চাষে ৩য় স্থান অর্জন করে।