ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদের সহধর্মিণী এবং কবি ও সাংবাদিক প্রভার্ষক শাহাবুদ্দীন রিপন শানের মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) জোহরবাদ উপজেলার দক্ষিণ ধলীগৌরনগর চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার সংগঠন “শান ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সাংবাদিক প্রভাষক রিপন শানের মমতাময়ী মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল ও মুসল্লিদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।দোয়া মোনাজাত শেষে চতলা বাজার মায়ের দোয়া মিষ্টি ঘর এন্ড হোটেলে এক প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ,মরহুম বেগম রওশান আরা পাঞ্চায়েত একাত্তরের কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মানবসেবক সালাউদ্দিন আহমাদ মিয়ার সহধর্মিণী এবং তিনি লালমোহন জনপদের সর্বশেষ পঞ্চায়েত প্রধান ও অবিভক্ত লালমোহন ইউনিয়ন পরিষদের ইতিহাসখ্যাত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুর রহমান পাঞ্চায়েতের আদরের ছোটকন্যা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন তাঁর বাবার মতোই অত্যন্ত ধর্মপরায়ণ, দানশীল এবং দয়ালু।