রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার(২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। প্রাথমিক প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক পরিষদের আয়োজনে প্রধান শিক্ষক মুহাম্মদ তাজউদ্দীন আহম্মেদ’র সভাপতিত্বে সহকারী শিক্ষক নূর আলম’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক আসাদুজ্জামান,প্রধান শিক্ষক হাসিম উল ফারুক,সহকারী শিক্ষক রায়হান ইবনে আবেদীন, সহকারী শিক্ষক রুমা আক্তার প্রমুখ।
এ সময় আন্দোলনকারীরা- নবম গ্রেড ও ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’।‘প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকের মান’। ‘বৈষম্যহীন বইছে হাওয়া, নবম ও ১০ম গ্রেড আমাদের চাওয়া’সহ বিভিন্ন শ্লোগান দেন’।