আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
মহানবী (সাঃ) এর কটুক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এই কর্মসূচী হয়।
এদিকে সকাল থেকেই বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট দলে বিভক্ত হয়ে মার্কাজ মাদরাসা মাঠে জড়ো হচ্ছিলেন। পরে দুপুরের দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে স্কুল,কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ যোগ দিয়েছেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পূনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়।
এ উপলক্ষে সমাবেশে মুফতি হাবিবুর রহমান এর সঞ্চালনায় মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ঈমান আক্বিদা কমিটির উপদেষ্টা আল্লামা জিয়া উদ্দিন,মাওলানা ওয়ালী উল্লাহ্,মুফতি হুমাউন কবির,মুফতি আব্দুল্লাহ্,মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ,মাওলানা ইব্রাহীম,মাও: মজিবুর রহমান,মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ অনেকেই।
বক্তারা বলেন,রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুসলিম জনতা। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।