আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
“মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সার্বিক অর্থায়নে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে এক র্যালি শেষে আলোচনা সভায় প্রবীণ কর্মসূচির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস এর প্রতিনিধি সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মৎ জেবুনেচ্ছা,প্রভাষক ড. আব্দুর রাশিদ,সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারপ্রবীণ সমাজসেবক শহিদুল হক।
বক্তারা বলেন, প্রবীণদেরকে সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, দুয়ে মিলে আনবে এই দেশের মুক্তি। প্রবীণ ব্যাক্তিদের গুরুত্বকে বাড়িয়ে দিতেই সারাবছর কাজ করতে হবে। আমাদের একমাত্র ভরসার স্থল এই প্রবীণ মানুষগুলোকে ভালো রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। শেষ বয়সে যেনো প্রবীণের বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেদিকে নজর দেয়ার দিতে সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে ১শত জন প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।