মিয়া মোহাম্মদ ছিদ্দিক
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি অফিসের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্ট (ফিড) প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ উসমান গণি, জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ।সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি অফিসারগণ সার ডিলার, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ।তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ১৫টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
সভায় বক্তারা বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আমাদের মদনের মাটি খুবই উর্বর। ধান উৎপাদনের পাশাপাশি বিভিন্ন সবজি চাষেও উদ্বুদ্ধ করছেন কৃষি অফিস। মেলাকে প্রাণবন্ত করতে কটিয়াদীতে সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান উপজেলা কৃষি কর্মকর্তা।