রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
দীর্ঘ ৩৬ বছর জিআর সাজা পরোয়ানা মূলে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মোতি ওরফে পাগলা (৬০) কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত্রি আনুমানিক ৫.১৫ ঘটিকার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া জানান, ১৯৮৮ সালের ২৬ মার্চ মোজাম্মেল হক, সাং- দক্ষিন রসুলপুর (কঞ্চিপাড়া), থানায় হাজির হইয়া ০৩ (তিন) জন দুর্বৃত্ত আসামীর বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধের বিষয়ে এজাহার দায়ের করিলে থানায় নিয়মিত মামলা রুজু হয়। যাহার ফুলছড়ি থানার মামলা নং- ৮, জিআর নং-১৩৪/৮৮, ধারা- ৩৯৪/৩৯৭, পেনাল কোড-১৮৬০, সেসন মামলা নং-২৪/১৯৯১।
এরপর থেকে গ্রেফতারকৃত আব্দুল মোতি ওরফে পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় আত্মগোপনে ছিলেন।
ফুলছড়ি থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় এবং ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনীয়া’র নির্দেশে এসআই আব্দুল কাইয়ুম’র (বিপি-৭৪৯৪০৭১৭০৯) নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় ওইদিন রাত্রি প্রায় ৫.১৫ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।