লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ
প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দক্ষিন কাচন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে আহবায়ক এবং মডেণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজাকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২ অক্টোবরের মানববন্ধন কর্মসূচী সফল করতে প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য দেন, ভাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী, সাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দীন, দক্ষিন কাচন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভোমরাদহ-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ঈ-খোদা পাভেল, সেনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান উজ্জল, মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী,
ভোমরাদহ গ্রামডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক, দস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, , দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দারুজ্জামান প্রমূখ।
সভায় প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় পীরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন কারা সিদ্ধান্ত হয়।