মোঃ বাবুল হোসেন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল থানার ওসির বদলীর আদেশ স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ক্ষেতলাল থানা বাজারের প্রধান সড়কে ক্ষেতলাল থানার সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মাহমুদুল হাসান চৌধুরী রকেট, সাংবাদিক নজরুল ইসলাম, ওয়াকিল আহমেদ, রাশেদ ইসলাম, এম রাসেল আহমেদ, ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর খলিলুর রহমান কাজী, সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন ও আলিমজ্জামান সেলিম সহ শ্রমিকনেতা ফকরুল ইসলাম চৌধুরী রুমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শাহিনুর ইসলাম, উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান।
মানববন্ধনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের বিভিন্ন ভাল দিক উল্লেখ করে সৎ নিষ্ঠাবান জনবান্ধব এ ওসির বদলী স্থগিত করে এই থানায়ই বহাল রাখার দাবি জানান।
এছাড়াও ক্ষেতলাল উপজেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, ছাত্রজনতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্টের ২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ক্ষেতলালসহ জয়পুরহাটের ৫ থানার ওসিকে একযোগে পুলিশের বিভিন্ন শাখায় বদলী করা হয়।