কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধঃ
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার(৩০ সেপ্টেম্বর)বিকাল ৩টায় কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত।
কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন,কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন,সহকারী শিক্ষক শুধাংশু শেখর দেবনাথ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আরকে সৌমেন প্রমূখ।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃহুসনেআরা তালুকদার।আলোচনায় বক্তারা কন্যাশিশুর অধিকার, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্বরোপ করেন।