নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালিপাড়া এস এন ইনস্টিটিউশন পাঠদান কেন্দ্রে পরিচালিত শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক ৬ষ্ঠ-৮ম শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক মতবিনিময় সভা’ করেছে বেসরকারি সংস্থা আশা।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার।
এসময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে আশা’র দেশব্যাপী কার্যক্রম, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সাথে আলোচনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি মো. লিপন, আশা’র কোটালিপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, আশা’র গোপালগঞ্জ জেলার এডুকেশন অফিসার রেজওয়ান ইসলাম, আশা-বান্ধাবাড়ি ব্রাঞ্চ এর ম্যানেজার মো. নুর আজিম বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম মোল্লা, বান্ধাবাড়ি ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার বিপ্লব রায়সহ স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত অভিভাবকবৃন্দ আশা-শিক্ষা কর্মসূচির উন্নয়নে বিভিন্ন পরামর্শসহ প্রোগ্রামের সার্বিক উন্নতি মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৫০ টি ব্রাঞ্চে ১ হাজার ৫০ জন শিক্ষা সুপার ভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে ২০১১ সাল ঝরে পড়া রোধে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও ২০২৩ সাল থেকে ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির কার্যক্রম পরিচালনা করছে।