আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ‘’সুসং সমাজকল্যাণ ক্লাব’’ উদ্বোধন করা করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের চর মোক্তারপাড়া এলাকায় এ ক্লাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধনপুর্ব আলোচনা সভায় ক্লাবের সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে, সাংবাদিক ওয়ালী হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজকল্যান ক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, উপদেষ্টা মো. মঞ্জু মিয়া, অতিথি হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী রুবেল মিয়া সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ‘‘সুসং সমাজকল্যাণ ক্লাব’’ তাঁদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পৌর কবরস্থান, হাসপাতালের বর্জ্য সহ পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে ময়লার ভাগার পরিস্কার করেছেন। তাদের এই উদ্দ্যেগ সত্যিই প্রশাংসার দাবি রাখে। সমাজ কে মাদকমুক্ত করতে যুব সমাজের ভুমিকা সবচেয়ে বেশি। সরকারের একার পক্ষে সমাজ উন্নয়নের কোন কাজই করা সম্ভব নয়। দুর্গাপুর কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এই ক্লাবের সকল সদস্যকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।