জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ (মোড়) বাজারে মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালীবাগ যুব সমাজের আয়োজনে কোতোয়ালীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী।
প্রতিবাদ সভায় অন্যান্যদের আরো বক্তব্য রাখেন মাদক নির্মূল প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, রতনপুরের আবু রায়হান, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক, কোতোয়ালীবাগ বাজার কমিটির সভাপতি ডাক্তার আব্দুর রউফ, ধরঞ্জী ইউপির সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, এলাকাবাসী বেলালুর রহমান প্রমুখ।