ভোলা প্রতিনিধি॥
ভোলা জেলার চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় উপজেলার ভদ্রপাড়া টিবি স্কুল সংলগ্ন (ইদারা ভবনের সামনে) স্কুল ক্যাম্পাসে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় স্কুলের প্রিন্সিপাল মো:ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও ভাইস- প্রিন্সিপাল মো:নোমান এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন জজকোর্টের আইনজীবী ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি টিবি স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক আবদুর সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, চরফ্যাশন কেরামতিয়া কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো:শামিম সরদার প্রমুখ।
উপস্থিত অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি দক্ষতা এবং বিভিন্ন পারফর্মেন্স দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তারা বলেন, চরফ্যাশনের মানুষ দীর্ঘদিনের অপেক্ষায় ছিলো এরকম একটি প্রতিষ্ঠানের জন্য। যার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষায় পারদর্শী হবে এবং আর্দশ মানুষ হিসেবে গড়ে উঠবে ।
ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন,স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীগণ।