কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বেদখলকৃত ১ একর জায়গা উদ্ধার করলো বনবিভাগ।
রবিবার(২২ সেপ্টেম্বর)দুপুরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড.মো.জাহাঙ্গীর আলমের দিকনির্দেশনায় বনবিভাগ ও সিপিজি সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা জমসেদ আলীর দখলে থাকা ১ একর জায়গা উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘদিন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল জমসেদ আলী,বনবিভাগের লোকজন ও সিপিজি সদস্যদের নিয়ে আজকে জাতীয় উদ্যানের জায়গা দখলমুক্ত করে বন্যপ্রাণীর খাদ্য উপযোগী বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হয়।
অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।