আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
মোঃ রফিকুল ইসলাম
দীর্ঘ ১৫ বছর পর, নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।একটি সূত্রে জানা যায় গত ২২ আগস্ট বিকাল পাঁচটায় বুধবার উপজেলার বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আটপাড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি জরুরী সভার আয়োজন করা হয়৷উক্ত সভায় বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার অধিকতর শিক্ষক শিক্ষিকা উপস্থিত হন । দীর্ঘদিন শিক্ষক নেতৃত্ব শূন্যতা পূরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং ২৬ জন সমন্বয়ক নিয়োগ করা হয় । পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর গোয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপদেষ্টা ও সমন্বয়কগণের সমঝোতার ভিত্তিতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মনসুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে সভাপতি, মোগলহাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ.এম হিরণ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং তা উপদেষ্টামণ্ডলীর সিনিয়র তিনজন শিক্ষক কর্তৃক গত ১৬ ই সেপ্টেম্বর অনুমোদিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম সাহেব জানান, দীর্ঘদিন আটপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষক সংগঠন না থাকায় শিক্ষকরা তাদের ব্যক্তিগত ও বিদ্যালয়ের নানাবিধ কাজে সমন্বয়হীনতা ও বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমার উপর আস্থা রেখে শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ আমি তা দায়িত্বশীলতার সাথে শিক্ষকদের এবং আটপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষার যথাযথ মান উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো।মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোন।