সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের একঝাক মেধাবী আলেম, কুরআনে হাফেজ ও তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে মানবিক ফাউন্ডেশন নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত সোমবার কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও বাজারস্থ রাইশান কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মোহাম্মদ হারুন রশিদ ও মাওলানা মারজান আহমদের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ আবু বকর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শাখাইতি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুতিউর রহমান, শিক্ষানুরাগী শাহ আলম দেলোয়ার, গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুবিন, মিনহাজুল হক, কামরুল হাসান, মুশতাক আহমদ,সুলতান মাহফুজ,আরাফাত আল আমিন, হাফিজুর রহমান, আবু হানিফা, সালমান আহমদ,জুবায়ের আহমদ, নুর উদ্দিন,ফরহাদ আহমদ,মাসুম আহমদ,মাওলানা জিল্লুর রহমান, ইমরান আহমদ, প্রমুখ।
বক্তারা আলোচনা সভায় ফাউন্ডেশন গঠনের লক্ষ্য-উদ্দেশ্য সহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন। এবং সর্বসম্মতিক্রমে শাখাইতি মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুতিউর রহমান কে ফাউন্ডেশনের আমীর নির্বাচিত করা হয়। পরিশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।