দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠি নলছিটিতে অভিযোগের শেষ নেই উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে। অবশেষে স্ট্যান্ড রিলিজ হয়েছেন তিনি। গত ৩ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তাকে বদলির আদেশ দেয়। সেই আদেশ অনুযায়ী ৫  সেপ্টেম্বরের মধ্যে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার শেষ দিন ছিলো । আর ওই দিন প্রধান কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছিল কিন্তু  দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আদেশ অনুযায়ী স্ট্যান্ড রিলিজ হয়েছেন পিআইও বিজন কৃষ্ণ খরাতী। 

নলছিটির উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী কালবেলাকে বলেন,বদলির আদেশ অনুযায়ী গত ৫ তারিখ আমার নতুন কর্মস্থলে যোগদান করার কথা ছিলো কিন্তু করা হয়নি। চলতি সপ্তাহে যোগদান করবো। 

নলছিটিতে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদর উপজেলার পিআইও মোজাম্মেল হক বলেন,আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু জেলাপ্রশাসক কার্যালয় থেকে এখনো যোগদানের আদেশ দেওয়া হয়নি। আদেশ পাওয়ার পরে অতিরিক্ত দায়িত্ব পালন করবো। 

২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী নলছিটিতে যোগদান করার পর থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (টেস্ট রিলিফ—টিআর) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাজের বিনিময়ে খাদ্য—কাবিখা) এবং  ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে নানা অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ও ঠিকাদারদের টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে।

তবে পিআইওর শুধু বদলির আদেশ এবং তাকে অন্য কোনো শাস্তি না দিয়ে স্ট্যান্ড রিলিজ হওয়ায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সচেতন মহলের মধ্যে। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝালকাঠির জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ড  বদলি হওয়ার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version