ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুলি করে মানুষ হত্যার অভিযোগে ঢাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শকসহ (আইজিপি) বাহিনীটির ৮৮ জন সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।এ ছাড়া হত্যাচেষ্টার মামলা হয়েছে আরও ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এক মাসের ব্যবধানে ঢাকার আদালত ও থানায় এসব মামলা করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন– একেএম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সাবেক তিনজন আইজিপি, ডিএমপির সাবেক দুই কমিশনার ও র্যাবের সাবেক দুই মহাপরিচালক। এ ছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধানকে হত্যা মামলার আসামি করা হয়েছে।
মামলার তালিকায় আরও আছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তা, ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার বা উপকমিশনার পদমর্যাদার ১৪ জন, অতিরিক্ত পুলিশ সুপার বা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ১৬ জন ও সহকারী পুলিশ সুপার বা সহকারী কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তা।
এছাড়াও ঢাকার বিভিন্ন থানায় কর্মরত সাবেক ১৩ জন ওসি, ৯ জন পুলিশ পরিদর্শক, ১৩ জন এসআই, ১ জন এএসআই ও ৩ জন পুলিশ কনস্টেবলও রয়েছেন মামলার আসামি।