জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘কবিতায় রক্তাক্ত জুলাই’ শিরোনামে আবৃত্তি ও বিপ্লবী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার বিপ্লবী গণঅভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদদের স্মরণে এ আবৃত্তি ও কবিতা পাঠের অনুষ্ঠান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আয়োজনে জবি আবৃত্তি সংসদ ও বিভিন্ন ক্যাম্পাসের ৩৬ জন শিক্ষার্থী প্রতিবাদী ও বিপ্লবী কবিতা আবৃত্তি করেন।
ছাত্রজনতার বিপ্লবী গণঅভ্যুত্থানে জীবনোৎসর্গকারী শহীদদের স্মরণে ফররুখ আহমেদের পাঞ্জেরি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, সুকান্ত ভট্টাচার্যের একটা দেশলাইয়ের কাঠিসহ বিভিন্ন বিপ্লবী কবিতা ও স্বরচিত কবিতা আবৃত্তি করা হয়
এর আগে বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কবিতা ও সাহিত্য চর্চা বাড়বে বলে জানিয়েছেন আবৃত্তি সংসদের নেতারা।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেন, কবিতা হল একটা সংস্কৃতি প্রতিবাদ। বাংলাদেশের যে কোনো আন্দোলনে কবিতা এবং কবিদের অবদান ছিল অনেক। আমরা চাই কবিতা হোক প্রতিবাদের ভাষা। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আমাদের আজকের আয়োজন। আমরা চাই যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার এমন কাজ করার সাহস না পায় এবং জনগণ যেন এমন কাজের প্রতিবাদ করে।
উন্মুক্ত লাইব্রেরি স্থাপনের ব্যাপারে তিনি বলেন, কবিতা এবং সাহিত্য চর্চা সাথে সাথে বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করেছি।
রিয়াজুল আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো এখন থেকে আমাদের এই লাইব্রেরিতে বই থাকবে এবং যে কেউ চাইলেই এই বই পড়তে পারবে এবং কারোর সাথে অতিরিক্ত বই থাকে আমাদের লাইব্রেরিতে রেখে যেতে পারবেন। তবে এই লাইব্রেরি থেকে বই বাসায় না নিতে আমরা অনুরোধ করব।