উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ্যোগে সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই এ শ্লোগানকে সামনে রেখে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপের (পিএফজি) কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সহিংসতা পরিহার করে সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক ঐক্যের বাংলাদেশ
গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পিএফজি সদস্য আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী,
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আতাউর রহমান, এমআইপিএস প্রকল্পের ময়মনসিংহ অঞ্চল ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, জামিয়া গাফুরিয়া মাদ্রসার মোহতামিম মুফতি মাহমুদুল হক আজিজি, করুণাময়ী কালীবাড়ীর সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী, ছাত্রনেতা তৌহিদুল হাসান রাজীব, মাওলানা এনামুল হক, ডালিম চক্রবর্তী প্রমুখ।এছাড়াও মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক, সরকারি কর্মকর্তা কর্মচারি, রাজনীতিবিদ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।