মিয়া মোহাম্মদ সিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ঐতিহ্যবাহী বাজারের বৃহস্পতিবার হাটে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের কে খাজনা না দিতে মাইকে কয়েকজন যুবদলের নেতাকর্মী মৌখিক প্রচারণা করেন।প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে কয়েক শতাধিক ভাসমান দোকানী বসে। এ হাটে যেকোন প্রকার চাঁদা বা খাজনার নামে টাকা আদায় সচেতনতা প্রচারণা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মি।হ্যান্ড মাইক দিয়ে কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বলেন, কোন ব্যবসায়ী নামে বেনামে কোন চাঁদা বা খাজনা দিবেন না। যদি ব্যবসায়ীদের কে ভয়প্রীতি দেখিয়ে কোন প্রকার চাদা বা খাজনা তোলা হলে তাদেরকে ব্যবসায়ীদেরকে  সাথে নিয়ে প্রতিহত করা হবে। উল্লেখ্য যে এর আগে নামে বেনামে চাঁদা তোলার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেওয়ার ফলে বাজারে জৌলস কমে গিয়েছে।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল মিয়া,জালালপুর স্বেচ্ছাসেবক দলের তাজুল ইসলাম,বাবু মিয়াসহ কয়েক নেতাকর্মী।

Share.
Leave A Reply

Exit mobile version